আব্দুর রহমান নেত্রকোনাঃ নেত্রকোণায় এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ১৫০ জন শিশুর মাঝে ঈদ বস্ত্র ও ২০ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ ৩০ শে এপ্রিল শনিবার সকালে নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনসিটিএফ সভাপতি হোমায়রা আমীন সায়মা এর সভাপতিত্বে ও গাজী মিথিলা এর সন্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, গাজী মোজাম্মেল হোসেন টুকু, সাধারণ সম্পাদক,রেড ক্রিসেন্ট ও ডায়েবিটিক হাসপাতাল নেত্রকোণা, নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান। মীর বাবলুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নেত্রকোণা।
আরো উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশ এর জেলা ভলেন্টিয়ার আলমগীর হোসেন, রনি আক্তার ও এনসিটিএফ নেত্রকোণা কমিটির সদস্য গণ ও সাবেক সদস্যগণ সহ সাংবাদিকবৃন্দ। অতিথিবৃন্দের উপস্হিতিতে অতি দরিদ্রদের মাঝে এসব উপহার সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসব সমাগ্রীর মধ্য ছিল পোলাও চাউল, ডাল, সোয়াভিন তৈল, পেয়াজ, দুধ,নুডুলস,সাবান, চিনি,এবং সেমাই। অতিথিরা এসব সামগ্রী বিতরণ করেন এবং তারা ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজন করার কথা ব্যক্ত করেন। পরিশেষে সভাপতি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।